Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১২:৩২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:১৪

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘‘বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।’’

সংবাদ সম্মেলনে অন্যদের উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশের’ সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এসএম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনিসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ

১৬ ডিসেম্বর কনসার্ট সবার আগে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর