Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনেক অফিসার দুর্নীতি করেন না, কিন্তু দায় বহন করতে হয়’

স্পেশাল করসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০১

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামে এক আলোচনা সভা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, প্রশাসনে অনেক অফিসার আছেন যারা দুর্নীতি করেন না, কিন্তু প্রতিষ্ঠানের দুর্নীতির দায় তাদের বহন করতে হয়।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রাম নগরীর শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গনে এ আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে আগে অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে হবে। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে, পাশাপাশি জনগণের ক্ষমতায়ন করতে হবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক- দুইভাবে দুর্নীতি হয়ে থাকে। অনেক অফিসার আছেন যারা দুর্নীতিতে যুক্ত নন, কিন্তু প্রতিষ্ঠান দুর্নীতি করে বিধায় সেই দায় তাদের বহন করতে হয়। কারণ, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাই দুর্নীতির আওতায় চলে আসে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ। এ নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দুর্নীতি প্রতিরোধে আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।’

দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির, পুলিশের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সভায় বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সভার আগে শিল্পকলা একাডেমির সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বৈষম্যবিরোধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর