Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাড়ার টাকায় নিজের বাড়ি গড়ার সুযোগ দিবে ‘বাংলা বসতি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪০

ভাড়ার টাকায় নিজের বাড়ি গড়ার সুযোগ দিবে ‘বাংলা বসতি’

ঢাকা: ঢাকার আমিনবাজারে ও প্রস্তাবিত ঢাকা-হেমায়েতপুর মেট্রোরেল লাইনের পাশেই গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম টেকসই জীবনযাপনের সুবিধা নিয়ে আধুনিক টাউনশিপ ‘বাংলা বসতি’। ৩০ শতাংশ ডাউন-পেমেন্টের টাকা পরিশোধের মাধ্যমেই গ্রাহকদের সাফ-কবলা দলিলের মাধ্যমে জমির মালিকানা বুঝিয়ে দেওয়া ও পরবর্তী ৫ বছরে গড়পড়তা বাড়িভাড়ার সমমানের কিস্তি পরিশোধের মাধ্যমেই নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স/ট্রিপ্লেক্স বাড়ি নির্মাণের সুযোগ নিয়ে যাত্রা শুরু করলো ‘বাংলা বসতি’।

বিজ্ঞাপন

রোববার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘বাংলা বসতি’ এর চেয়ারম্যান ও সিইও মো. সালাহ উদ্দিন, জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং অপু বিশ্বাস।

রাজধানী ঢাকায় পরিবেশবান্ধব স্থাপত্যে ও নির্মল পরিবেশে জমি ও বাড়ির মালিকানাসহ একটি স্থায়ী ঠিকানা গড়ে দেবার প্রয়াসে যাত্রা শুরু করলো দেশের প্রথম টেকসই জীবনযাপনের সুবিধাদহ আধুনিক টাউনশিপ ‘বাংলা বসতি’।

প্রবাসী ও তরুণ পেশাজীবীদের প্রায় বাড়িভাড়ার সমানুপাতিক কিস্তিতে মাত্র ৫ বছরের নিজস্ব জমি ও বাড়ি নির্মাণের সকল সুবিধা দেবার প্রয়াসেই গড়ে তোলা হচ্ছে এই টাউনশিপ। একটি বাড়ি কেবল স্থাপনা হিসেবেই নয়, একটি পরিবেশসম্মত স্থাপত্যশৈলী ও সমমনা প্রতিবেশীদের সমন্বয়ে অনন্য একটি কমিউনিটি গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলে জানান এর উদ্যোক্তারা। সুযোগ-সুবিধার ধরণ ভেবে ৩ ধরণের আবাসন থাকছে এই প্রকল্পে।

‘বাংলা বসতি’ এর স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও মো. সালাহ উদ্দিন বলেন, ‘ঢাকায় একটি স্থায়ী ঠিকানা গড়ে নেবার স্বপ্ন প্রায় সবারই থাকে, সেই স্বপ্নের সঙ্গে পরিবেশ সচেতনতা ও একটি উপযুক্ত কমিউনিটির চাহিদাও বিদ্যমান বর্তমান গ্রাহকদের কাছে। বিশেষ করে প্রবাসীদের জন্যে নিষ্কণ্টক জমিতে বিনিয়োগ করার সুযোগ ও নিজেরাই উদ্যোগী হয়ে বাড়ি নির্মাণের কাজটি বেশ চ্যালেঞ্জিং। গ্রাহকের এই দিকগুলো বিবেচনায় নিয়েই যাত্রা শুরু করে ‘বাংলা বসতি’। বিশেষ করে বায়নার অর্থ পরিশোধ করেই জমির মালিকানা দলিল বুঝে পাওয়া এবং পরবর্তী ৫ বছরে এমন একটি কিস্তিমূল্য আমরা নির্ধারণ করি, যা গড়পড়তা বাড়িভাড়ার সমান। ফলে খুব বেশি আর্থিক চাপ গ্রহণ না করেই নির্দিষ্ট সময়ের মাধ্যমে বাড়ি নির্মাণের সুযোগ করে দিতে কাজ করবে বাংলা বসতি।’

বিজ্ঞাপন

প্রথান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, ‘পরিবেশসম্মত আবাসন কেবল প্রকৃতির কল্যাণ সাধনেই নয়, আমাদের স্বাস্থ্যকর শারিরিক ও মানসিক বিকাশেও সহায়ক। একটি মাস্টারপ্ল্যানের আওতায় পুরো কমিউনিটি গড়ে উঠছে বলে একটি অনন্য সাধারণ সামাজিক প্রতিবেশও গড়ে উঠতে পারে এই প্রকল্পে যা আমাদের আগামী প্রজন্মের বেড়ে উঠায় দারুণ ভূমিকা পালন করবে।‘

টাউন হোম, টেরেস হোম, গার্ডেন হোম, বাংলো/ভিলা ইত্যাদি বিবিধ ধরনের ডুপ্লেক্স/ট্রিপ্লেক্স/কোয়াড্রোপ্লেক্স মডেল বিশিষ্ট একক, দ্বৈত ও সন্নিবেশ বাড়ী রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাই-বোনদের জন্য বিশেষ ছাড়কৃত মূল্যে বরাদ্দ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে গ্রাহকদের প্রথমেই তাদের পছন্দসই বাড়ীর বিস্তারিত বিবরণ জেনে তা ক্রয়ের জন্য একটি টোকেন মূল্য রিজার্ভেসন ফি হিসেবে প্রদান করতে হবে।

উপরোক্ত রিজার্ভেসনের ৩০ (ত্রিশ) ক্যালেন্ডার দিবসের মধ্যে গ্রাহকদের বাড়ীটির ধার্য্যমূল্যের শতকরা ৩০ শতাংশ দিয়ে বাড়ীর জমির সাফ-কবলা দলিল সম্পাদন করে একই সঙ্গে কোম্পানী এবং ব্যাংক বরাবর পাওয়ার অব এটর্নী ও ব্যাংক মটর্গেজ দলিল সম্পাদন করে দিতে হবে।

পরবর্তীতে ধার্যকৃত মাসিক কিস্তি প্রদানের মাধ্যমে ৩, ৪ ও ৫ বছরের মধ্যে বাড়ীটির নির্মাণ কাজ সমাপ্তি সাপেক্ষে বুঝে নেওয়া বা ভাড়া দেওয়ার ভিত্তিতে অবশিষ্ট দায় পরিশোধ করেই বাড়িটির পরিপূর্ণ মালিকানা গ্রহণ করতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

আবাসন প্রকল্প আমিনবাজার উদ্বোধনী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর