Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাইজার’ বেকেনবাওয়ারের জার্সি অবসরে পাঠাল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩৪

অবসরে যাচ্ছে ‘কাইজারের’ জার্সি

জার্মান ফুটবলের সর্বকালের সেরা মানা হয় তাকে। ‘কাইজার’ ফ্র্যাঙ্ক বেকেনবাওয়ার জার্মানি ও বায়ার্ন মিউনিখের এক কিংবদন্তির নাম। এবার তার প্রতি বিশেষ সম্মান দেখাল বায়ার্ন মিউনিখ। বায়ার্ন সিদ্ধান্ত নিয়েছে, অবসরে পাঠানো হবে বেকেনবাওয়ারের বিখ্যাত ৫ নম্বর জার্সিকে।

৭৮ বছর বয়সে এই বছরেই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন বেকেনবাওয়ার। জার্মানির হয়ে ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৯৭৪ সালে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। জাতীয় দলের পাশাপাশি বায়ার্নের হয়েও টানা তিনবার লিগ শিরোপা ও তিনটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন ‘কাইজার’।

বিজ্ঞাপন

ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচ হিসেবেও বেকেনবাওয়ার ছিলেন অন্যতম সেরা। বায়ার্নের দায়িত্ব নিয়ে ১৯৯৪ সালে বুন্দেসলিগা ও ১৯৯৬ সালে ইউয়েফা কাপও জিতেছিলেন তিনি।

বেকেনবাওয়াএরর প্রতি সম্মান জানিয়ে বায়ার্ন সিদ্ধান্ত নিয়েছে, তার ৫ নম্বর জার্সি পরবেন না আর কেউই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বায়ার্ন জানিয়েছে, ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠাচ্ছেন, ‘তিনি চিরদিনের জন্য আমাদের সম্রাট। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বায়ার্ন আর কখনোই ৫ নম্বর জার্সি ব্যবহার করবে না।’

সারাবাংলা/এফএম

জার্মান লিগ ফ্রাঙ্ক বেকেনবাওয়ার বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর