Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০২৫ সালের মধ্য নিরপেক্ষ নির্বাচন আয়োজন সরকারের জন্য অ্যাসিড টেস্ট’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩০

‘গণতান্ত্রিক রাষ্ট্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্য-বিরোধ সুরাহার পথ’ শীর্ষক আলোচনা সভা

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘এই সরকারের এসিড টেস্ট হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে ২০২৫ এর মধ্য নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি রচনা করা।’

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে ‘গণতান্ত্রিক রাষ্ট্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্য-বিরোধ সুরাহার পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের প্রধান বার্তা হচ্ছে বৈচিত্র্যের মধ্যেই আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। নতুন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ধর্মীয় ও জাতিগত এবং পিছিয়ে পড়া সবাইকে নিয়ে এই ঐক্য গড়ে উঠবে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম, বর্ণ, লিঙ্গ, সম্প্রদায় নির্বিশেষে নাগরিকদের মধ্যে অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।’

তারা বলেন, ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের জন্য রাজনৈতিক দল ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহেরও গণতান্ত্রিক সংস্কারও সাধন করতে হবে।’

সাইফুল হক বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রের রুপান্তরের জন্য আদর্শিক ও রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও আমাদেরকে ন্যূনতম ইস্যুতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠা করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থে আমাদের ঐক্যকে চোখের মনির মতো রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে গণঅভ্যুত্থান শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। বিভাজন ও অনৈক্য দেখা দিলে তাতে কেবল পরাজিত ফ্যাসিবাদী শক্তিই লাভবান হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। জোর করে কোনো এজেন্ডা ঢুকাতে গেলে তাতে অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়বেন। অনেকের মধ্যে পতিত ফ্যাসিবাদী সরকারের ছায়া দেখা যাচ্ছে।’

ড. তোফায়েল আহমেদ বলেন, সংস্কার ছাড়া গতানুগতিক নির্বাচন বিশেষ কোন কাজে আসবেনা। পরিকল্পিত রাজনৈতিক অর্থনীতি ছাড়া দেশকে এগিয়ে নেয়া যাবেনা তিনি গণঅভ্যুত্থানের বিজয়কে সংহত করে গণতান্ত্রিক রুপান্তরের বর্তমান সম্ভাবনা কাজে লাগানোর জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান আহবান জানান।

সভার সভাপতি শেখ আবদুন নূর বলেন, ‘গনতান্ত্রিক রাষ্ট্রের জন্য রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এই সুযোগ নষ্ট হতে দেওয়া যাবে না।’

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সৈয়দ মামুন মাহবুব, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা – বিএসএস এর প্রধান মাহবুব মোরশেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সভা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর