Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়া ছেড়ে পালালেন আসাদ, রাজধানীর নিয়ন্ত্রণে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ০৯:২৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১০:০২

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের যুদ্ধের পর সিরিয়ার রাজধানী দামেস্ক নিজেদের নিয়ন্ত্রণে নেওয়র ঘোষণা দিয়েছেন বিদ্রোহীরা। তাদের দাবি, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটেছে। দেশটির দুজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও নিশ্চিত করেছেন, আসাদ রাজধানী দামেস্ক থেকে অজানা গন্তব্যের দিকে রওয়ানা হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার সময় দেশটির সেনাবাহিনীর কোনো প্রতিরোধ দেখা যায়নি। অন্যদিকে ওই দুজন সামরিক কর্মকর্তার রয়টার্সকে বাশার আল-আসাদের রাজধানী ছেড়ে ‘পালানো’র তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ফ্লাইটরাডার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দামেস্ক বিমানবন্দর থেকে একটি সিরিয়ান এয়ারের বিমানে আসাদ রওয়ানা হন। বিমানটি প্রথমে আসাদের ঘাঁটি উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে গেলেও পরে দিক পরিবর্তন করে অজানা গন্তব্যে যায়। রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি বিমানে কে ছিলেন।

এদিকে রোববার দামেস্কের কেন্দ্রে তীব্র গুলির শব্দ শোনা গেছে। তবে গুলির উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে বিদ্রোহীরা সিডনায়া কারাগার থেকে বন্দিদের মুক্তির খবর উদ্‌যাপন করছে। সিডনায়া কারাগারটি দামেস্কের উপকণ্ঠে অবস্থিত, যেখানে সিরীয় সরকার হাজারও বন্দি আটকে রেখেছিল।

এর আগে বিদ্রোহীরা ঘোষণা দেয়, তারা হোমস শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। মাত্র একদিনের সংঘর্ষের পর শহরটি দখল করা হয়। বিদ্রোহীদের এ সাফল্য আসাদের ২৪ বছরের শাসনকে বিপর্যয়ের মুখে ফেলেছে।

আরও পড়ুন: সিরিয়ায় বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি

হোমস শহর থেকে সেনা প্রত্যাহারের পর হাজারও বাসিন্দা রাস্তায় নেমে আসেন। তারা নাচ ও স্লোগানের মাধ্যমে আসাদের চলে যাওয়া উদ্‌যাপন করেন। ‘আসাদ চলে গেছে, হোমস মুক্ত’ এবং ‘সিরিয়া দীর্ঘজীবী হোক, বাশার আল-আসাদ নিপাত যাক’— এমন স্লোগান শোনা যায় বিক্ষোভকারীদের মুখে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে/টিআর

আসাদ দামেস্ক প্রেসিডেন্ট সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর