Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রাজনীতি করার অধিকার নেই’

স্পেশাল করসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ২১:৪৭

নরসিংদীর রায়পুরা আরকেআরএম উচ্চ বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ঢাকা: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের রাজনীতি করার অধিকার নেই। ক্ষমতার মসনদ জোর করে টিকিয়ে রাখতে এই আওয়ামী লীগ দুই হাজার ছাত্রজনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে এরা ফের দেশের মানুষের রক্ত নেবে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা আরকেআরএম উচ্চ বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। খেলা উদ্বোধন করেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

বিজ্ঞাপন

ইশরাক হোসেন বলেন, ‘আন্দোলন, সংগ্রাম ও লড়াইয়ের পর আমরা স্বাধীনতা ফিরে পেলেও পতিত স্বৈরশাসকের নির্দেশে তার দোসররা দেশকে অস্থিতিশীল এবং অকার্যকর করার অপচেষ্টা করছে। যারা বিদেশীদের পরামর্শে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা আমাদের দেশের নাগরিক কিনা, তা নিয়ে দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে এই নরসিংদীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছেন। আমার বাবা মুক্তিযুদ্ধের সময় এই নরসিংদীতে ঘাটি করেছিলেন। জুলাই বিপ্লবেও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে এই নরসিংদীবাসী অগণিত প্রাণ বিলিয়ে দিয়েছে।’

ইশরাক বলেন, ‘তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছি। আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের মান রক্ষায়, স্বার্থরক্ষায় আমাদের কাজ করতে হবে। পাশাপাশি সকল অপশক্তিকে প্রতিহত করতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সীর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সহ-সভাপতি ইকবাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিম মিঠু প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর