Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে জোরালো আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘দারাঘ’

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৫২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০২

যুক্তরাজ্যে জোরালো আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় দারাঘ

যুক্তরাজ্যের ওয়েলস ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কিছু অংশে জন্য আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় দারাঘ। এই অঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষকে সরকারিভাবে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

যেকোনো সময় ঝড় আঘাত হানার ব্যাপারে সবাইকে সতর্কতা জারি করে বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে সকাল ১১টা পর্যন্ত লাল সতর্কতা জারি ছিল।

এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ও শুক্রবার (৬ ডিসেম্বর) তীব্র বাতাস ও বৃষ্টিপাতের কারণে হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিম ও দক্ষিণ ওয়েলসের উপকূল এবং পাহাড়ের ওপর দিয়ে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে এই ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে উন্মুক্ত সৈকতে বড় আকারের ঢেউ দেখা যেতে পারে।

সাময়িকভাবে এই অঞ্চলগুলোর রেল, ফেরি ও বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

এদিকে, উত্তর আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস জুড়ে হাজার হাজার মানুষ ইতোমধ্যে বিদ্যুতহীন হয়ে পড়েছেন।

ন্যাশনাল গ্রিড রিপোর্ট অনুযায়ী, মিডল্যান্ডস এবং দক্ষিণ-পশ্চিমে ১২ হাজার ৬০০টিরও বেশি প্রাঙ্গনে বিদ্যুৎ চলে গেছে এবং ওয়েলসে ২০ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সতর্কতা চলাকালে, এই এলাকায় ৬০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কিছু জায়গায় বন্যা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সারাবাংলা/এসডব্লিউ

ঘূর্ণিঝড় যুক্তরাজ্য সতর্কতা জারি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর