Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল সুপার লিগ
রংপুরের শিরোপা জয়ে সৌম্যর যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ১২:৪০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৭

ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন সৌম্য

টুর্নামেন্ট শুরুর রংপুর রাইডার্সের অন্যতম ভরসা ছিলেন তিনি। সৌম্য সরকারই শেষ পর্যন্ত হয়ে উঠলেন দলের শিরোপা জয়ের মূল কাণ্ডারি। গ্লোবাল সুপার লিগের ফাইনালে সৌম্যর দুর্দান্ত এক ইনিংসেই ভিক্টোরিয়াকে হারিয়ে প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছে রংপুর। ফাইনালে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছেন সৌম্য। এই দুই অর্জন ছাড়াও টুর্নামেন্টে বেশ কিছু রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গায়ানার ফাইনালে ৮৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে রংপুরের বড় স্কোরের ভিত তিনিই গড়ে দিয়েছেন। ৭ চার ও ৫ ছক্কায় সাজানো এই ইনিংসে সৌম্য করেছেন টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। শেষ পর্যন্ত রংপুর ৫৬ রানে ম্যাচ জিতে শিরোপা উঁচিয়ে ধরেছে।

May be an image of 1 person, playing soccer and text

ফাইনালের ৫ ছক্কাসহ টুর্নামেন্টে মোট ৯টি ছক্কা হাঁকিয়েছেন সৌম্য। টুর্নামেন্টে তিনিই সর্বোচ্চ ছক্কার অধিকারী। টুর্নামেন্টে সর্বোচ্চ গড়ও সৌম্যর, ফাইনালের পর তার ব্যাটিং গড় ৪৭। অন্তত ৫০ বল খেলেছেন এমন ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটও তার। ১৪২.৪২ স্ট্রাইক রেট নিয়ে শীর্ষে আছেন তিনিই।

সব মিলিয়ে ৫ ম্যাচে সৌম্যর রান ১৮৮। টুর্নামেন্টে এটিই সর্বোচ্চ রান। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হয়ে সৌম্য জিতেছেন বড় অংকের প্রাইজমানিও।

সারাবাংলা/এফএম

গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্স সৌম্য সরকার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর