Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল সুপার লিগ
সৌম্যের ব্যাটে ভর করে চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ০৯:০৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১১:২২

দুর্দান্ত ইনিংসে দলকে শিরোপা জেতালেন সৌম্য

ক্রিকেটার সংকটে তাদের ফাইনালে মাঠে নামাই ছিল অনিশ্চিত। তবে সব অনিশ্চয়তাকে পেছনে ফেলে ভিক্টোরিয়ার বিপক্ষে গ্লোবাল সুপার লিগের ফাইনালে খেলতে নেমেছিল রংপুর রাইডার্স। ফাইনালে রংপুরের কাছে পাত্তাই পেল না ভিক্টোরিয়া। সৌম্য সরকারের ৮৬ রানের বিধ্বংসী এক ইনিংসে ভর করে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

যে সৌম্য সরকারের এই ফাইনাল ম্যাচে খেলা নিয়েই ছিল শঙ্কা, শেষ পর্যন্ত সেই সৌম্যই দলকে জিতিয়ে ইতিহাস গড়লেন। গায়ানায় অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে ব্যাটিং নিয়েছিল রংপুর। ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়ান বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন সৌম্য। ৭ চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। ওপেনিং জুটিতে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন স্টিভেন টেলর, ৪ ছক্কা ও ৪ চারে ৪৯ বলে ৬৮ রান করেন তিনি। উদ্বোধনী জুটিতে সৌম্য-টেলর যোগ করেছেন ১২৪ রান।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সৌম্য ঝড়ে ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান তোলে রংপুর। ভিক্টোরিয়ার হয়ে একটি করে উইকেট পেয়েছেন ড্রেকস, ব্রিটসেল ও গোর।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই থিতু হতে পারেনি ভিক্টোরিয়ার ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে টার্গেটের ধারেকাছেও যেতে পারেননি তারা। হারমিত সিংয়ের ৩ উইকেটের সুবাদে ১২২ রানেই থামে ভিক্টোরিয়ার ইনিংস। দুটি করে উইকেট নিয়েছেন শেখ মাহেদি, রিশাদ ও সাইফ। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন ক্লার্ক।

শেষ পর্যন্ত ৫৬ রানে বড় জয় নিয়ের গ্লোবাল টি-২০ লিগের উদ্বোধনী আসরে শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল রংপুর।

সারাবাংলা/এফএম

গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্স সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর