Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসমাবেশের ডাক ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ২০:৩২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১০:৩২

ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১৩ ডিসেম্বর পেশোয়ারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং এতে প্রাণহানির ঘটনার কয়েক দিন পরই এমন ঘোষণা দিলেন ইমরান খান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ’দ্য ডন’ এক প্রতিবেদনে খরবটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইমরান খান ১৩ ডিসেম্বর পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দলের সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পেশোয়ার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এই প্রদেশে এখন পিটিআই ক্ষমতায়।

সোমবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। সেই বিক্ষোভ মিছিল ক্রমে সংঘর্ষের আকার নিয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ পিটিআই সমর্থক নিহত হন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। ইমরান খান বলেছেন, এসব ঘটনায় গ্রেফতার রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

ইমরান খান লিখেছেন, ‘এ দুই দাবি যদি পূরণ না হয়, তাহলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। আর এর যেকোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার।’

তবে পাকিস্তান সরকারের দাবি, গত ২৫ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

সারাবাংলা/এইচআই

ইমরান খান পাকিস্তান পিটিআই

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর