Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিবাসনে জটিলতা এড়াতে ট্রাম্পের সঙ্গে চুক্তি চায় মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৯:১৯

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জানিয়েছেন, মেক্সিকোর প্রশাসন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করতে চায়, যাতে মেক্সিকোকে অন্য দেশের নাগরিকদের ফেরত নিতে বাধ্য না করা হয়। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দৈনিক সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেছেন।

শেইনবাউম আরও বলেন, ‘আমরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তি করার আশা করছি। মেক্সিকো সব দেশের মানুষের প্রতি সংহতি প্রকাশ করলেও তার সরকারের প্রধান দায়িত্ব নিজেদের নাগরিকদের প্রতি।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি এবং ব্যাপক বিতাড়নের প্রতিশ্রুতি নিয়ে শিগগিরই ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন।

বর্তমান বাইডেন প্রশাসনের সঙ্গে মেক্সিকোর ইতোমধ্যে এমন একটি চুক্তি বিদ্যমান রয়েছে, যেখানে অন্য দেশের নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। মেক্সিকো আশা করছে, এই ব্যবস্থা ট্রাম্প প্রশাসনের অধীনেও অব্যাহত থাকবে।

বিতাড়িতদের জন্য প্রস্তুতি হিসেবে মেক্সিকো সরকার সীমান্তবর্তী রাজ্য- বাজা, ক্যালিফোর্নিয়া, সোনোরা, চিহুয়াহুয়া, কোয়াহুইলা, নুয়েভো লিওন এবং তামাউলিপাসের গভর্নরদের সঙ্গে আলোচনা শুরু করেছে।

শেইনবাউম বলেন, ‘আমরা আশা করি, এমন ব্যাপক বিতাড়ন হবে না। তবে হলে, আমরা আমাদের নাগরিকদের গ্রহণের জন্য প্রস্তুত থাকব।’

সারাবাংলা/এনজে

অভিবাসন চুক্তি ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর