Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮

কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি স্পিডবোট ডুবে এক যাত্রী মারা গেছেন এবং এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন

বরিশাল: কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি স্পিডবোট ডুবে এক যাত্রী মারা গেছেন এবং এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জনতার হাট খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্পিডবোটের চালক ও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ পুলিশ সূত্র।

মারা যাওয়া ব্যক্তির নাম জালিস মাহমুদ (৫০)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। তিনি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে ভোলার বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। তার সহকর্মী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যের নাম মানসুর আহমেদ (৩০)। তিনি ভোলার দৌলতখান থানার কনস্টেবল ও বরগুনা সদরের বাসিন্দা। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, ‘স্পিডবোট দুর্ঘটনায় দুজনকে সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে এক ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি বেলা সাড়ে তিনটার দিকে নদীর মধ্যে বিকট শব্দ শুনে তাকিয়ে একটি বাল্কহেডকে যেতে দেখেন। কিছু সময় পর দেখেন, কয়েক ব্যক্তি লাইফ জ্যাকেট পরা অবস্থায় সাঁতরে কিনারে আসার চেষ্টা করছেন। পরে স্থানীয় লোকজন ট্রলার নিয়ে ছয়জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এছাড়া লাহারহাট থেকে বরিশালের উদ্দেশে যাওয়া একটি স্পিডবোটে আরও দুই যাত্রীকে উদ্ধার করে বরিশালে নেওয়া হয়েছে।

বরিশাল স্পিডবোট মালিক সমিতির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে ১০ যাত্রী নিয়ে স্পিডবোটটি বরিশালের ডিসি ঘাটের উদ্দেশে রওনা দেয়। এটি লাহারহাট খাল থেকে কীর্তনখোলা নদীতে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ দুর্ঘটনায় স্পিডবোটের চালকসহ একাধিক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে নৌ পুলিশের পক্ষ থেকে কতজন এখনো নিখোঁজ, তা নিশ্চিত করা হয়নি।

বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। স্পিডবোটটি ভোলা থেকে যাত্রী নিয়ে বরিশালে আসছিল। প্রাথমিকভাবে স্পিডবোটের চালক ও একাধিক যাত্রী নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এ তথ্য যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন।

সারাবাংলা/এসডব্লিউ

কীর্তনখোলা নদী বরিশাল স্পিডবোট ডুবি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর