Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম অন্তর্বর্তী সরকার’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:০০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮

বক্তব্য প্রদানকালে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

নরসিংদী: অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমেরিকার একটি জরিপে উঠে এসেছে বাংলাদেশে আগের তুলনায় এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং পাহাড়ি গোষ্ঠীর মানুষজন শান্তি-স্বস্তি ও আরামে আছেন। তারপরও বাহিরে নানা মিথ্যা প্রচারণা চালায়। কেউ মিথ্যা প্রচার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সুবিধা নিতে পারবে না। সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার।’

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে নরসিংদীতে ওলামা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে মাধবদী পৌরশহরে এসপি স্কুল মাঠে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিধির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর হজের সিন্ডিকেট ভেঙ্গে প্রতি প্যাকেজে ১ লাখ টাকা কমিয়েছি। এছাড়া গতকালও হজের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি হজের প্যাকেজের খরচ আরও কমানোর জন্য।’

সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও মাধবদী ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মকবুল হুসাইন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মাধবদী থানা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান (দা.বা), আল্লামা নুরুল ইসলাম ওলিপূরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা শওকত হোসেন সরকার, মুফতি ইছাহাক কামালসহ দেশের খ্যাতিমান ইসলামিক বক্তারা।

সারাবাংলা/এসডব্লিউ

অন্তর্বর্তী সরকার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন নরসিংদী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর