Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৬

সীমান্তে আটককৃত ভারতীয় নাগরিক আব্দুর রহমান

দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুর রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে হিলি সীমান্তের ২৮৫/৯ এস পিলার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিক আব্দুর রহমান বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, বিকেলে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় তাকে আটক করে।পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে এসময় তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে রাত সাড়ে ১০টায় হাকিমপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এনজে

অনুপ্রবেশ আটক ভারত হিলি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর