Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ২৩:১০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৩

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ এ সাক্ষাৎ হয়। এ সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

বেগম খালেদা জিয়াকে দেয়াল চিত্র উপহার দেন ইয়াও ওয়েন

বেগম খালেদা জিয়াকে দেয়াল চিত্র উপহার দেন ইয়াও ওয়েন

সাক্ষাতের সময় বেগম খালেদা জিয়াকে দেয়াল চিত্র উপহার দেন ইয়াও ওয়েন। অপরদিকে খালেদা জিয়ার পক্ষ থেকে ইয়ান ওয়েনকে সিরামিকের শুভেচ্ছা স্মারক উপহার দেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাৎকালে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ইয়ান ওয়েন। পাশাপাশি দুই দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়েও সামান্য আলোচনা হয় এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে এক সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

সারাবাংলা/এজেড/পিটিএম

চীনের রাষ্ট্রদূত চেয়ারপারসন বিএনপি বেগম খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর