Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদের পরিবারকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর বিজিবির

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ২১:২০

আবু সাঈদের পরিবারের কাছে চেক হস্তান্তর করেছে বিজিবি।

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) প্রতিশ্রুত শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লাখ টাকা আর্থিক অনুদানের চেক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহিদ আবু সাঈদের বাড়িতে তার বাবা-মায়ের হাতে ১০ লাখ টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অসহায়, দুস্থ ও গরীব জনসাধারণদের সাহায্যার্থে গঠিত ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে’র পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বিজিবি শহিদ আবু সাঈদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর