Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দিলো প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪২

অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা কাঠ কারখানার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার ‍বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি।’

উল্লেখ্য, ওই গ্রামে ২২ শতক জমির ওপর অবৈধভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তোলে জমির মালিক আব্দুল মান্নান ও তার স্বজনরা। এর আগে প্রতিকার চেয়ে নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা।

সারাবাংলা/এইচআই

অবৈধ কয়লার চুল্লি গাইবান্ধা পলাশবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর