Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা-বিহার-উড়িষ্যা ফিরিয়ে দাও— ভারতকে রিজভী

স্পেশাল করসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪

ঢাকা: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের যদি কোনো অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলব, আমাদের নবাবের এলাকা বাংলা-বিহার-উড়িষ্যা ফিরিয়ে দাও।

বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমননার’ প্রতিবাদে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ শীর্ষক পদযাত্রা আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।

রুহুল কবির রিজভী অংশ নেন পদযাত্রায়। ছবি: সারাবাংলা

রিজভী বলেন, ‘বাংলাদেশের মানুষের যে প্রদীপ্ততা, দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, প্রাণের উন্মাদনা, এই প্রাণের উন্মাদনায় ভারত কখনো টের পায় নি। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা (ভারত) বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহিদ মুগ্ধের বিরুদ্ধে, শহিদ আবু সাঈদের বিরুদ্ধে প্রচারণা যেটা চালাচ্ছেন। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মাত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভূলণ্ঠিত করার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না।’

তিনি বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু-মুসলমানসহ সবাই একসঙ্গে লড়বো। আপনারা আমাদের পতাকা আগরতলায় সরকারী হাইকমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা প্রচণ্ড আঘাত, আমাদেরকে বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠি। আমরা কি এটা ভুলে যাব? এটা আমরা কোনোদিন ভুলে যাব না।’

রিজভী বলেন, ‘ভারতের শাসকগোষ্ঠি যদি মনে করে আমরা সস্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ আমরা কবজা করে নেব, এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন।’

বিজ্ঞাপন

পূজা উদযাপন ফ্রন্টের সভানেত্রী অর্পনা রায় দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মীর সরাফত আলী সপু, অমলেন্দু দাস অপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমীরুল ইসলাম কাগজী, সাঈদ খান, পূজা উদযাপন ফ্রন্টের দেবাশীষ রায় মধু সুরঞ্জন ঘোষ, গৌতম বৈদ্য, জয়দেব প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

বিএনপি ভারত রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর