Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রী অসুস্থ, করাচিতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬

বাংলাদেশ বিমান

চট্টগ্রাম ব্যুরো: সৌদিআরবের জেদ্দা থেকে চট্টগ্রামমুখী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করে। শাহ আমানত বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইটের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছতে চার ঘণ্টা দেরি হয়েছে।

বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটটি বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, জেদ্দা থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় গত (মঙ্গলবার) রাত ২টা ৩৫ মিনিটে উড্ডয়ন করে। ভোর সোয়া ৫টার দিকে সেটি পাকিস্তানের করাচির জিন্নাহ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সকাল ৯টায় সেটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু করাচিতে জরুরি অবতরণের কারণে বিলম্ব হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, ফ্লাইটটির যাত্রীদের মধ্যে ফারজানা নামে এক নারী অসুস্থ হয়ে পড়েন। এজন্য সেটি করাচি বিমানবন্দরে অবতরণ করে। ওই নারী ও তার শিশুসন্তানকে করাচি নামিয়ে দিয়ে ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা করে। দুপুর ১টায় সেটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করে।

অসুস্থ হয়ে পড়া নারী ও শিশুটির গন্তব্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল বলে ইব্রাহীম খলিল জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম

করাচি টপ নিউজ বিমান যাত্রী অসুস্থ