Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫২

ঢাকা : অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। এর মধ্যে মিয়ানমার থেকে ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। খাদ্য মন্ত্রণালয় এ চাল আমদানি করবে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত দুটি পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানিতে ভ্যাট ও ট্যাক্স ছাড়া ব্যয় হবে ৬১৮ কোটি টাকা। মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ) এ চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৫১৫ ডলার।

অন্যদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৩-এর আওতায় পশ্চিম বাংলার বীরভূমের মেসার্স মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানিতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৪৬৭ দশমিক ৭০ ডলার।

প্রসঙ্গত ক্রয় কমিটির বৈঠকে মোট ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪২৭ কোটি ৪৩ লাখ টাকা।

সারাবাংলা/আরএস

ক্রয় কমিটি চাল আমদানি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর