Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইয়ামাল ফেরাতেই স্বস্তিতে বার্সা’

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১৮

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন ইয়ামাল

মাত্র ১৭ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন ক্লাবের অন্যতম ভরসার জায়গা। লামিন ইয়ামাল মাঠে নামলে যেন অন্য রূপ ধারণ করে বার্সেলোনা। তার অনুপস্থিতিতে বেশ ভালোভাবেই ভুগেছে কাতালানরা। টানা তিন ম্যাচে জয়হীন বার্সা মায়োর্কার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে ইয়ামালের ফেরার রাতেই। ৫-১ গোলে মায়োর্কাকে উড়িয়ে দেওয়ার পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, ইয়ামাল ফেরাতেই স্বস্তি ফিরেছে বার্সা শিবিরে।

লা লিগায় সবশেষ তিন ম্যাচে জয়হীন ছিল বার্সা। ইয়ামালের অভাবটা ভালোভাবেই ভুগেছেন তারা। ৯ পয়েন্টের মাঝে মাত্র ১ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান হুমকির মুখে ফেলেছে ফ্লিকের দল। তবে গত রাতে স্কোয়াডে ইয়ামাল ফিরতেই বদলে গেছে সবকিছু। বার্সা ফিরেছে তার পুরনো বিধ্বংসী রূপে। দারুণ কিছু অ্যাসিস্টে দলের বড় জয়ে ভূমিকা রেখেছেন এই স্প্যানিশ উইঙ্গার।

বিজ্ঞাপন

ফ্লিক তাই অকপটেই স্বীকার করে নিলেন, ইয়ামাল ফেরাতেই স্বস্তিতে আছেন তিনি, ‘আজকের ম্যাচে ইয়ামালই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। সে দলে থাকলেই ইতিবাচক একটা মনোভাব বজায় থাকে। সে নিজেও দুটি গোল করতে পারতো। আমি তার পারফরম্যান্সে দারুণ খুশি। প্রথমার্ধে আমরা আরো কিছু গোল পেতে পারতাম। পুরো দলই ইয়ামালের দলে ফেরায় খুশি। সে ফেরায় বেশ স্বস্তি বোধ করছি আমরা।’

গত কয়েক ম্যাচে জয়হীন থাকার পর ফ্লিক বলেছিলেন, গোল হজম করা কমাতে হবে তাদের, করতে হবে বেশি গোল। মায়োর্কার বিপক্ষে এক গোল হজম করে ৫ গোল দিয়েছেন তারা। ফ্লিক বলছেন, ক্লিন শিট বজায় রাখতে হবে তাদের, ‘লক্ষ্য থাকে একেবারেই গোল না খাওয়া। আজ আমরা এক গোল খেয়ে পাঁচ গোল দিয়েছি। দলের সবার পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। আজ আমাদের লেভানডস্কিকেও লাগেনি। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাকে ছাড়াই বড় ব্যবধানে জয় পাওয়া আমাদের জন্য ভালো লক্ষণ।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো