Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্ন তারকাকে ঘুষের মামলা প্রত্যাহারের আবেদন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৩ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩

ডোনাল্ড ট্রাম্প

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা। মামলা চলমান থাকলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে যুক্তি দেখিয়ে তার আইনজীবীরা নিউইয়র্কের আদালতে এই আবেদন করেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ট্রাম্পের আইনজীবীরা এই আবেদন করেছেন। তাতে এই মামলা থেকে ট্রাম্পকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। ছেলে হান্টার বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করে দেওয়ার পরেই এই রাস্তায় হাঁটলেন ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য তিনি এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনের আগে এ কাজ তিনি করেছিলেন। ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্ক ছিল ট্রাম্পের। সে কথা ড্যানিয়েল যেন প্রকাশ না করেন, সে জন্যই ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। আদালত এ ঘটনাকে অপরাধ হিসেবেই দেখেছিলেন এবং ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল।

ট্রাম্পের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। এরপর তিনি প্রেসিডেন্টের অফিসে বসে কাজ করবেন। তার মাথার ওপর এই মামলাটি ঝুলে থাকলে প্রেসিডেন্ট হিসেবে তার কাজের ক্ষতি হতে পারে। সে কারণেই মামলাটি সরিয়ে নেওয়া উচিত।

ট্রাম্পের বিরোধী আইনজীবীরা অবশ্য এই যুক্তির সঙ্গে সহমত হতে পারেননি। তাদের বক্তব্য, ট্রাম্পের আইনজীবীরা যে যুক্তি দিয়েছেন, তার কোনো বাস্তবতা নেই।

ম্যানহাটানে গত মাসে বিচারপতি জুয়ান মারচান বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যে শাস্তি ঘোষণা হবে, তা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। কারণ প্রেসিডেন্ট হয়ে অফিস গুছিয়ে নিতে তার সময় লাগবে। আইনজীবীরা আবেদন করেছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় টার্ম শেষ হলে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা চাইছেন মামলাটিই খারিজ করে দেওয়া হোক।

বিজ্ঞাপন

ট্রাম্পের আইনজীবীরা হান্টার বাইডেনের প্রসঙ্গ তাদের শুনানিতে তুলে ধরেছেন। তাদের বক্তব্য, অপরাধ প্রমাণিত হওয়ার পরেও জো বাইডেন তার ছেলেকে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ক্ষমা করে দিয়েছেন। একইভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ট্রাম্পের মামলাটিও খারিজ করে দেওয়া উচিত।

সারাবাংলা/টিআর

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর