Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ শতাধিক ইস্যু নিয়ে ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ০১:০৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩৪

ঢাকা: আগের বছরগুলোর ধারাবাহিকতায় আসছে ২০২৫ সালেও হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনের সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ এই সম্মেলনের আলোচ্য সূচিতে থাকবে অন্তত দুই শ ইস্যু।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১৬ ফ্রেব্রুয়ারি সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস। সম্মেলন হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।

বিজ্ঞাপন

সরকারের কর্মকাণ্ড মাঠ পর্যায়ে ত্বরান্বিত করার পাশাপাশি নীতি নির্ধারণী বিভিন্ন বিষয় ও উন্নয়ন কর্মসূচি বিষয়ে জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দিতে আয়োজন করা হয় জেলা প্রশাসক সম্মেলন। কেন্দ্রের নির্দেশনা মাঠ প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তৃণমূলের বাস্তবতা তুলে আনাও এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে হবে এই ডিসি সম্মেলন। এতে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

জেলা প্রশাসকরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। সরকারের নীতিনির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য বিষয়ে মাঠপর্যায়ে বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন ডিসিরা। এ কারণেই এ সম্মেলন ও তাদের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

সারাবাংলা/জেআর/টিআর

জেলা প্রশাসক জেলা প্রশাসক সম্মেলন ডিসি সম্মেলন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর