Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২২:৫১ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২২:৫৪

সুনামগঞ্জ: সুনামগঞ্জর দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন, মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী(৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮)। তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাইয়ের রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে চলছিল। মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে করতে রাড়ইল গ্রামে যায় দিরাই থানা পুলিশ। মামলা তদন্ত শেষ করে পুলিশ যাওয়ার পর থেকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের ১০ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক প্রশান্ত দাস বলেন, দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় ১০ জন হাসপাতালে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। অস্ত্র উদ্ধার ও জড়িতদের ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আধিপত্য বিস্তার আহত গুলিবিদ্ধ দিরাই সংঘর্ষ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর