Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২২:০৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২২:১৮

আখেরি মোনাজাত।

গাজীপুর: দেশের কল্যাণ, নিরাপত্তা, মুক্তি ও শান্তি কামনার ও মোনাজাতের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের শুরা-ই-নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। এদিকে, পাঁচ দিনে এই ইজতেমায় অংশ নেওয়া চার মুসল্লি মারা গেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) শেষ হয়েছে শুরায়ে নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে সকালের আকাশ-বাতাস কাঁপিয়ে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপার করুণা ও অশেষ রহমত কামনা করেছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিজ্ঞাপন

এদিন সকালে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার দোয়ার মাধ্যমে সকাল ৯টা ৫ মিনিটে শুরু হয়ে ৯টা ২০ মিনিটে জোড় ইজতেমা শেষ হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) থেকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) পর্যন্ত জোড় ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। নিহরতরা হলেন— রংপুর জেলার কোতোয়ালী থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মুকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদরের মোস্তাপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮), সিরাজগঞ্জ সদরের শহিদুল ইসলাম (৬৫) ও আব্দুল হাকিম আকন্দ (৭২)।

এদিকে, যারা আল্লাহপাকের রাস্তায় তাবলীগে বের হবেন তাদের জন্য ফজর থেকে দিকনির্দেশনা মূলক বয়ান করছেন ভারতের (মুম্বাই) মাওলানা আব্দুর রহমান সাহেব। তার বয়ান বাংলায় তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন। এরপর নসীহত মূলক বক্তব্য পেশ করছেন, ভারতের শীর্ষস্থানীয় মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব এবং তার তরজমা করেছেন মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)। নসিহতমূলক বক্তব্যের পরপরই দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আখেরি মোনাজাত গাজীপুর টঙ্গী শুরা-ই-নেজাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর