Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রী ফারহানার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৩

ঠাকুরগাঁও: পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী ফারহানা সরকার নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের কালিতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন, শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ওই শিক্ষার্থী মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম (চয়ন) বলেন, ঘটনা স্থলে আসার আগে শিক্ষার্থী ফারহানা মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মুমূর্ষু রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ্রু রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনা স্কুলছাত্রী নিহত