Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৪ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রণয় ভার্মা

ঢাকা: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে তাকে তলব করা হলে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানা গেছে, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এ হামলা চালান।

এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে কয়েক’শ লোক বিক্ষোভ করেছেন। ওই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে তারা বলেছে, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় মঙ্গলবার ত্রিপুরায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

সারাবাংলা/জেআর/ইউজে/ইআ

প্রণয় ভার্মা ভারতীয় হাইকমিশনার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর