Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ২০:০৬

আটক স্বামী মো. সাইদী চৌধুরী। ছবি: সারাবাংলা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী রাকিবা বিবিকে (৩০) বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। হত্যার পর ঘাতক স্বামী মো. সাইদী চৌধুরীকে (২১) আটক করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত রাকিবা বিবি আহমদাবাদ গ্রামে আছান নবীর মেয়ে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রাকিবাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে স্বামী সাইদী। আশপাশের লোকজন রাকিবাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, অভিযুক্ত মো. সাইদী চৌধুরীকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

সুনামগঞ্জ স্ত্রী হত্যা স্বামী আটক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর