Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতান্ত্রিক অভিযাত্রার পথনকশা ঘোষণা করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৯:২১ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ২০:১৩

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও বিপর্যয়ে ফেলতে নানা আয়োজন চলছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন। রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার পথনকশা ঘোষণা করুন।

রোববার (১ ডিসেম্বর) গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির প্রতিনিধি সভায় সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি সভায় তিনি বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সাইফুল হক বলেন, ‘পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার বিস্তার ঘটনো হচ্ছে। ভারত থেকে নানা অশুভ চক্র বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা পুঁজি করে দুনিয়া ব্যাপী বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা দেওয়ারও প্রচেষ্টা অব্যাহত আছে।’
তিনি দেশের জনগণকে কোন সাম্প্রদায়িক উসকানিতে জড়িয়ে ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে সবাইকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘বিদ্যমান সংকটের কেবল প্রশাসনিক সমাধান নেই, রাজনৈতিক ভাবেই সংকটসমূহের সমাধান করতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।’

পার্টির গাইবান্ধা জেলার সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, পার্টির গাইবান্ধা জেলার সংগঠক মাসুদুর রহমান মাসুদ, জাকারিয়া হাসান সুমন, আতোয়ারুল ইসলাম নান্নু, আজাদুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম, আসমা বেগম, ফারুকুল ইসলাম কাদেরী ও হামিদা বেগম প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, দেশের বিপ্লবী গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী পার্টি ও বিপ্লবী নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে সমাজ বিপ্লবের উপযোগী দল হিসাবে গড়ে তোলার আহবান জানান।

সারাবাংলা/এএইচএইচ/এসআর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর