Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে আনন্দ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০

কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে ব্নিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেয হয়।

মিছিলে অংশ নেওয়া কয়েক হাজার নেতা-কর্মী ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে,আসবে ফিরে বাংলাদেশে’,’হৈ হৈ রৈ রৈ, ফ্যাসিস্টরা গেলি কই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত করে তোলেন রাজপথ। এ সময় তাদের সঙ্গে রিকশা চালক ও পথচারীদেরও উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুবদলের কামরুজ্জামান জুয়েল, এনামুল হক এনাম, শরিফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, মেহেবুব মাসুম শান্ত, সাজ্জাদুল মিরাজ, সেলিনা সুলতানা নিশিতা, আরিফা সুলতানা রুমা, সঞ্চিতা উর্মি প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

তারেক জিয়া বিএনপি মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর