Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২১ আগস্ট গ্রেনেড হামলার রায় বিজয়ের মাসের সুসংবাদ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে বিজয়ের মাসের সুসংবাদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘আজকে বিজয়ের মাসের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের দিতে চাই। আপনাদের মনে আছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। সেই মামলায় তারেক রহমান জড়িত ছিলেন না বিধায় তাকেসহ সকলকে খালাস দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বিগত দিনগুলোতে ন্যায় বিচার পাই নাই। আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম। ইনশাল্লাহ সামনে আরও সুসংবাদ আমরা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলাটা ছিল পরিকল্পিতভাবে বিদেশি শক্তির। সেই গ্রেনেড হামলায় বিএনপি ইনভল্ড ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। একটা সাজানো গল্প তৈরি করে সেই গল্পের ওপর ভিত্তি করে তাকে (তারেক রহমান) সাজাও দিয়ে দিয়েছিল। এই মামলায় আরও অনেককে সাজা দিয়েছিল। আজকে রায় দেওয়া হয়েছে যে, তারেক রহমান জড়িত ছিলেন না। তাকে খালাস দেওয়া হয়েছে।’

মির্জা আব্বাস বলেন, ‘তারেক রহমান আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এজন্য আল্লাহতা’লা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। উনার খালাসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহতা’লা যেন উনাকে দীর্ঘায়ু দান করেন।’

তিনি বলেন, ‘আমরা একই জেলে ছিলাম, চকবাজারের জেলে। আমাদের সামনে থেকে উনি বিদায় নিয়ে গেলেন। বহুদিন পর যখন ফেরত আনল, তখন তিনি একেবারেই অসুস্থৃ। চলতে-ফিরতে পারতেন না। এখন বিদেশে আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ, যদিও সম্পূর্ণ সুস্থ না। উনি সুস্থ হওয়ার কথা না। বিকজ অন্য ধরনের অত্যাচার ছিল। এটার দীর্ঘ প্রসারী ফল আছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেন।

জজ আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

আলোচনা সভা বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর