Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল মাসকট ‘ডানা-৩৬’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯

বিপিএল মাসকট ‘ডানা-৩৬’

‘থ্রি…টু…ওয়ান এন্ড গো…’ 

দুপুর ঠিক বারোটা বেজে তিন মিনিট। এভাবেই কাউন্ট ডাউন শুরু হলো হোটেল ইন্টার কন্টিনেন্টালের রুপসী বাংলা বলরুমে। ফগ মেশিনের ধোঁয়ায় আছন্ন পুরো পোডিয়াম। বেজে উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সং ‘আবার এলো বিপিএল’। ধোঁয়া কাটিয়ে দেখা মিলল আসন্ন বিপিএলের মাসকট, ‘ডানা-৩৬’-এর। 

শান্তির প্রতীক হিসেবে সবার সামনে এলো সুসজ্জিত এক পায়রা। মাথায় ক্যাপ, বুকে হলুদ হরফে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। বিপিএল মাসকট ‘ডানা-৩৬’ মূলত স্বাধীনতা, মুক্তি, তারুণ্যের সীমাহীন প্রাণবন্ততাকেই তুলে ধরেছে। ‘ডানা’-র দুই পাশে ১৮টি করে ৩৬টি পালক। এই ‘৩৬’ প্রতিনিধিত্ব করছে ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে। মূলত সেই আন্দোলনে ভর করে আসা রাজনৈতিক পটপরির্তনকে প্রাধান্য দিয়েই ডিজাইন করা হয়েছে মাসকটটির। 

বিসিবির সহযোগিতায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’- শীর্ষক এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ (রোববার, ১লা ডিসেম্বর) উন্মোচিত হলো বিপিএলের মাসকট। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের একাদশতম আসরে দেখা যাবে মাসকট ডানা-৩৬’কে। 

মাসকট উন্মোচন অনুষ্ঠানে ছিলেন ক্রীড়াবিদরাও

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বিসিবির অন্যান্য কর্মকর্তারা। 

এই অনুষ্ঠান পরিণত হয় সাবেক-বর্তমান অনেক ক্রীড়াবিদের মিলনমেলায়।  তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতিদের সাথে দেখা মিলেছে, তপু বর্মণ, সাবেক ফুটবলার কায়সার হামিদেরও। 

বিজ্ঞাপন

‘ডানা-৩৬’-এর স্যুভেনিরে নামকরণ নিয়ে ব্যাখা দিয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ আয়োজক কমিটি। 

‘ডানা ৩৬” বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ টুর্নামেন্টের অফিসিয়াল মাসকট যার গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে “ডানা” শব্দটি “পাখা” অর্ধে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। “ডানা ৩৬” মাসকটটি – ডানা বা পাখা প্রসারিত করা একটি “সাদা পায়রা” যা শান্তির প্রতীক এবং প্রতিপাশে ১৮ টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬ শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। ডানা’র স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”

সারাবাংলা/জেটি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিপিএল বিসিবি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর