Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ২১:০৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২৩:৪৭

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা: ইসকন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকন হঠাৎ উত্তপ্ত কেন, আগ্রাসী কেন? এরা কারা? এদের তো নতুন করে চিনতে হয়। কেন এই বিদ্বেষ পোষণ করছে তারা? হঠাৎ কেন ১০ জায়গায় সমাবেশ? সংঘাত শেষ না হতেই ভারতের রি-অ্যাকশন। এই পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চিকিৎসা বন্ধ করার ব্যাপারে ভারতের হুমকি প্রসঙ্গে রিজভী বলেন, ‘ভারতের লোকজন যে হিংসা-বিদ্বেষে ভোগেন, চিকিৎসা বন্ধের হুমকি দেওয়া তারই প্রমাণ। ভারতে না গেলে চিকিৎসা পাওয়া যাবে না, এটি ভুল ধারণা। অনেক যোগ্য ডাক্তার বাংলাদেশে রয়েছেন।’

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারত পরিকল্পিতভাবে গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। নিজস্ব শক্তিতেই বিকাশ লাভ করবে দেশ, কারো আনুগত্যে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি। কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না।’

সারাবাংলা/এজেড/এইচআই

বিএনপি মোড়ক উন্মোচন অনুষ্ঠান রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর