Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ন্যায্যমূল্যের বাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৮:৩৮

ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

নাটোর: জেলায় ন্যায্য মূল্যের অস্থায়ী বাজারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ জনগণকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থেকে স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

জানা যায়, অস্থায়ী বাজার থেকে সাধারণ ক্রেতারা প্রতিদিন ২১০ টাকা লিটার দরে সরিষার তেল, মরিচ গুড়া ১০০ গ্রাম ৪২ টাকা, হলুদ ১০০ গ্রাম ৩৪ টাকা, লাল ডিম হালি ৪৫ টাকা, সাদা ডিম হালি ৪৩ টাকা, গরুর মাংস কেজি ৬৩০ টাকা, বোয়াল মাছ কেজি ৩৫০ টাকা, টেংরা মাছ কেজি ৩০০ টাকা, সোনালি মুরগী ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজার খোলা থাকবে।

সারাবাংলা/এইচআই

নাটোর ন্যায্যমূল্যের বাজার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর