Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৬:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৮:১৪

প্রতীকী ছবি।

রাজশাহী: জেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এক পথচারী নারীকে বাঁচাতে সড়ক বিভাজকে ধাক্কা দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রাব্বী (৩৬)। তার বাড়ি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বিকাশের রাজশাহীর মোহনপুর উপজেলার সুপারভাইজার ছিলেন।

নগরের শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে মোটরসাইকেল নিয়ে শহর থেকে মোহনপুর উপজেলায় যাচ্ছিলেন রাব্বী। নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে তিনি সড়ক বিভাজকে ধাক্কা দেন। এতে তিনি গুরুত্বর আহত হন।’

এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মাহবুব জানান, ‘আইনগত প্রক্রিয়া শেষে নিহত রাব্বির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এইচআই

মোটরসাইকেল আরোহী রাজশাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

আরো

সম্পর্কিত খবর