বর্তমানে সরকার দিশেহারা: সাইফুল হক
৩০ নভেম্বর ২০২৪ ১৫:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৭:১৯
ঢাকা: বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বর্তমান সরকারের মধ্যে তিন ধরনের সরকার। সরকার এই মুহূর্তে নানা কর্মকাণ্ডে দিশাহারা। জনগণ সরকারকে দুর্বল সরকার বলে মনে করছেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘদিন আপনাদের ক্ষমতায় থাকার সুযোগ নেই। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে পড়ুন। আর তা না করলে সুনাম ক্ষুন্ন হয়ে একেবারে পথ হারাবেন।
আজ শনিবার (৩০ নভেম্বর) রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গণফোরামের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মোলনে সভাপতি করেন ড. কামাল হোসেন।
মো: সাইদুল হক ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যা করছেন তা জনগণ মেনে নিচ্ছে না। রশি রশি নিয়ে বেশি টানাটানি করলে রশি ছিড়ে যাবে।
তিনি বলেন, আমরা যে ঐক্য নিয়ে গত ১৬ বছর আন্দোলন করেছি সেই মনোভাবে ফাটল ধরেছে। আমাদের এই ফাটল কমিয়ে আরো ঐক্যবদ্ধ হতে হবে।
সাইফুল হক আরও বলেন, হাসিনা সরকারের পরাজয়ের পর ভারতের মোদি সরকারকে একটু টাল মাতাল দেখা যাচ্ছে। মনে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা সরকার পরাজিত হননি, বরং ভারতের মোদি সরকার পরাজিত হয়েছে।
ভারত সরকারকে উদ্দেশ্য করে সাইফুল হক বলেন, মনে রাখবেন ঘরে আগুন লাগলে পাশের ঘরেও তাপ লাগলে ক্ষতি হয়। তাই আগুন লাগাবার চেষ্টা করবেন না।
তিনি বলেন আমরা আজ কঠিন সময় পার করছি এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। আর তা না হলে ১৮ কোটি মানুষ আবার ফ্যাসিস্টের কবলে পড়বে।
সারাবাংলা/এ এইচ এইচ/এনজে