Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী সাইফুল খুন: চিন্ময়ের ৩১ অনুসারীর বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১১:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১২:৪৬

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে ৩১ জনকে আসামি করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা সবাই চিন্ময়ের অনুসারী বলে জানা গেছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইন্ধনে ইসকনের সন্ত্রাসীরা আইনজীবী সাইফুলকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে নিহত সাইফুলের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলটি দায়ের করেছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনির বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়ার সাথে সাথে ইসকনপন্থি আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালতকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বিভিন্ন আজেবাজে মন্তব্য করে। তারা আদালতে হট্টগোল সৃষ্টি করে। তখন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আসামিরা প্রিজন ভ্যানের সামনে অবস্থান করে দায়িত্বরত পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে।

বিজ্ঞাপন

আরও উল্লেখ করা হয়, প্রিজন ভ্যানের সামনে থেকে বিক্ষুব্ধদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে আদালত চত্বর ত্যাগের সময় মসজিদসহ আইনজীবীর ও সরকারি গাড়ি ভাঙচুর করে। একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ বাসায় যাওয়ার সময় তার মুখে দাড়ি দেখে আসামিরা তাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তারা বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নামে জয়ধ্বনি দেয়।

স্থানীয় লোকজন ও ছেলের সহকর্মীদের বরাতে বাদী এজাহারে উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর প্রত্যক্ষ-পরোক্ষ ইন্ধনে আসামিরা তার ছেলেকে হত্যা করেছে।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত ২৬ নভেম্বর কারাগারে পাঠানো নিয়ে তার অনুসারীদের সঙ্গে আদালত প্রাঙ্গনসহ আশপাশের এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে চট্টগ্রাম আদালত ভবনের মূল প্রবেশপথের সামনে রঙ্গম সিনেমা হলের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়।

সারাবাংলা/আরডি/এনজে/আরএস

আইনজীবী সাইফুল হত্যা ইসকন চট্টগ্রাম চিন্ময় দাস মামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর