Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাত তরুণীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১১:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৪:০৬

ঢাকা-মাওয়া মহাসড়কে গুলিবিদ্ধ অজ্ঞাত তরুণীর মরদেহ

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২২-২৪ বছর হবে বলে পুলিশের ধারনা।

শনিবার (৩০ নভেম্বর ) সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে পুলিশ মরদেহের পাশে থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ভোরে কোন এক সময়ে গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার (৩০ নভেম্বর) ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাটতে দেখেছে তারা। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোন পাওয়া জানা যায়নি।

এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেছি। গুলিবিদ্ধ ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে।’

সারাবাংলা/এনজে

গুলিবিদ্ধ তরুণী ধাকা-মাওয়া মহাসড়ক মরদেহ মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর