শনিবার লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৯:২২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২০:২৬
২৯ নভেম্বর ২০২৪ ১৯:২২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২০:২৬
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যাচ্ছেন আগামী শনিবার (৩০ নভেম্বর)। ১০ দিন পর আগামী ১১ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়েক দফা বৈঠক হবে।
দলীয় সূত্র আরও জানিয়েছে, লন্ডন সফর শেষে মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। তার লন্ডন যাত্রার সম্ভাব্য তারিখ ১৩ ডিসেম্বর। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সারাবাংলা/এজেড/টিআর