মসজিদ কমিটি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
২৯ নভেম্বর ২০২৪ ১৮:৫৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২০:২৬
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আটক করা হয়েছে তিন জনকে।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বেলা ২ টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাইদুল ওই গ্রামের মৃত হাসিব উদ্দীনের ছেলে।
আহতরা হলেন- মতিন, শাহিন, আনিছুর ও মহব্বত। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন- মালাধর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল গফুর (৩৪), ফিরোজ খন্দকারের ছেলে শাকিল আহমেদ (২৭) ও সোহরাব খন্দকারের ছেলে সফিউল ইসলাম আহাদ (সোহাগ)।
স্থানীয়রা জানান, নামাজের পর মসজিদের কমিটি নিয়ে আলোচনা চলছিল। এ সময় মালাধর উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার মুসল্লিদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মসজিদের মধ্যেই সংর্ঘষ বাধে। খবর পেয়ে দুই গ্রামের লোকজন লাঠিশোঠা ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে তাতে অংশ নেয়। সংর্ঘষ মসজিদের বাইরে ছড়িয়ে পরে। সংর্ঘষে উত্তরপাড়া গ্রামের সাইদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আরও চারজন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসআর