আয়কর, ভ্যাট ছাড়াও দানের অর্থে কর অব্যাহতি পাচ্ছে ‘জুলাই শহীদস্মৃতি ফাউন্ডেশন’
২৯ নভেম্বর ২০২৪ ১৯:০০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২০:০৭
ঢাকা: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠিত হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। গঠিত ওই ফাউন্ডেশনে দান করছেন দেশ ও বিদেশের মানুষ। আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের কল্যাণে দেশী-বিদেশী যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন অনুদান দিলে সে দানের অর্থ আয়কর মুক্ত ঘোষণার চিন্তা-ভাবনা করছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এমন একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দানের ওপর আয়কর অব্যাহতি দেয়া হতে পারে। সেই সঙ্গে ফাউন্ডেশনের সকল আয়কেও একই সময় পর্যন্ত করমুক্ত সুবিধা দেওয়া হতে পারে। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
সূত্র মতে, এছাড়া ফাউন্ডেশনের ভ্যাট আরোপযোগ্য কার্যক্রমকে অব্যাহতি ও সকল প্রকার ক্রয়ের ক্ষেত্রে যোগানদার হিসেবে উৎসে ভ্যাট অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের কল্যাণে তাদের এবং তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, পুনর্বাসন, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন বা অন্য যে কোনো উপযুক্ত সুবিধা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তার জন্য দেশি-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা অথবা ব্যক্তি করদাতার যে কোনো পরিমাণ দান, অনুদান, প্রাতিষ্ঠানিক সিএসআর, যাকাতের উপর আরোপিত আয়কর অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়কর আইন ২০২৩ এর ৭৬ ও ৩৪১ ধারা অনুযায়ী জুলাই শহীদ স্মৃতি আন্দোলনে শহীদ, আহত ও ফাউন্ডেশনের ক্ষেত্রে করদাতার দেওয়া যে কোনো পরিমাণ দান, অনুদান, প্রাতিষ্ঠানিক সিএসআর, যাকাত ফাউন্ডেশনের মোট আয় থেকে বাদ দেয়া হবে।
সূত্র জানায়, এছাড়া অনুষ্ঠিত ওই বৈঠকে এনবিআরের সাংগঠনিক কাঠামো সম্প্রসারণ, ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়োগ, ভৌত অবকাঠামো নির্মান ও প্রকল্প প্রণয়ন, অটোমেশন বিষয়ে কর্মপরিকল্পনাসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।
সারাবাংলা/ইএইচটি/আরএস