দেশের সব আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
২৯ নভেম্বর ২০২৪ ১৮:২৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৬
ঢাকা: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সকল দেওয়ানী ও ফৌজদারী আদালত/ট্রাইব্যুনালসমূহে কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শুক্রবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতি এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন।
অফিস আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যে সকল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে সকল বিষয় সম্পর্কে প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন।
উল্লেখ্য সুপ্রিম কোর্ট হতে ইতোপূর্বে একাধিকবার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সহায়তায় দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়েছিল।
রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং আদালতের ভাবমূর্তি বজায় রাখার নিমিত্ত দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত অবিলম্বে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি দেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন।
এমতাবস্থায়, দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত অবিলম্বে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা অফিস আদেশটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীরমহাপরিচালক, পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ (বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধসহ), জেলা প্রশাসক, (বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধসহ), পুলিশ সুপার (বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধসহ) বরাবরে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
সারাবাংলা/কেআইএফ
আদালতের নিরাপত্তা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারকদের নিরাপত্তা সুপ্রিম কোর্টের অফিস আদেশ