Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে ৯ দিনে নিহত ১১১

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪ ১৫:৪৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:২৫

শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ব্যক্তিদের মরদেহ জানাজার জন্য মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: অনলাইন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে টানা নয় দিনের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১১-তে পৌঁছেছে। এই তথ্য শুক্রবার (২৯ নভেম্বর) নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

এএফপির তথ্যমতে, নিহতদের মধ্যে ৭৯ জন শিয়া এবং ৩২ জন সুন্নি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫১ জন।

দুই পক্ষের সংঘর্ষ থামাতে গত সপ্তাহে ১০ দিনের সংঘর্ষ-বিরতির ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি। বিচ্ছিন্ন হামলা ও পাল্টা সহিংসতা অব্যাহত রয়েছে।

সংঘর্ষের কারণে পেশোয়ার-পারাচিনার মহাসড়ক টানা আট দিন ধরে বন্ধ থাকায় এ অঞ্চলের দৈনন্দিন জীবনযাপন ও বাণিজ্য কার্যক্রম বিপর্যস্ত হয়েছে। কুররামের উপ-কমিশনার জাভেদুল্লাহ মেহসুদ জানিয়েছেন, মহাসড়ক বন্ধ থাকায় খারলাচি সীমান্ত দিয়ে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যও বন্ধ রয়েছে। এতে স্থানীয় অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে।

এছাড়া, সংঘর্ষ ঠেকাতে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ করে দেওয়ায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে, যোগাযোগ ও অনলাইন-নির্ভর ব্যবসাগুলোতে ব্যাপক প্রভাব পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। সংঘর্ষ থামাতে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ব্যর্থ হয়েছে।

কুররামের পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শিয়া-সুন্নি সংঘাত আরও দীর্ঘস্থায়ী হলে এ অঞ্চলের স্থিতিশীলতা আরও খারাপের দিকে যেতে পারে।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর দুইটি গাড়িবহরে বন্দুক হামলার ঘটনায় ৫২ জন নিহত হওয়ার পর এই উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ে। শিয়া-সুন্নি গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ ক্রমশ ব্যাপক আকার ধারণ করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

নিহত পাকিস্তান শিয়া-সুন্নি সংঘাত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর