Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৩:৫৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:২২

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে পর্যটকবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

সংঘর্ষে সিএনজিচলিত অটোরিকশয়ার যাত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাই মে মারমা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বাঙালহালিয়া ডাকবাংলো পাড়ায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই পাই মে মারমা নিহত হন। এছাড়া সিএনজিঅটোরিকশা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পর্যটকবাহী বাসের চালক, হেলপারসহ গাড়িটি জব্দ করেছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত নারীর পরিবারকে খবর দেয়া হয়েছে। বাসটি জব্দ ও চালক হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে

দূর্ঘটনা নিহত বাস রাঙ্গামাটি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর