Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪ ০৯:৫১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৫:১০

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিতে বিরোধে ভারত-পাকিস্তান

আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে জেগেছিল শঙ্কা। চ্যাম্পিয়নস ট্রফির আর মাত্র ২ মাস বাকি থাকলেও এখনো ভেন্যু হিসেবে অনিশ্চিত পাকিস্তান। আজ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত বৈঠকে বসতে যাচ্ছে আইসিসি। জানা গেছে, তিনটি প্রস্তাব রাখা হতে পারে এই টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে। এর মাঝে একটি আছে ভারতকে ছাড়াই পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলা!

বিজ্ঞাপন

পাকিস্তানে খেলতে যাবে না ভারত, এটা সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাকিস্তান ও আইসিসির নানা অনুরোধের পরেও নিজেদের সিদ্ধান্তে অনড় ভারত। এমন অবস্থায় কারণ দর্শাতে বলা হলে নিরাপত্তার ইস্যুকেই সামনে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান অবশ্য কিছুতেই আয়োজকের দায়িত্ব ছাড়তে রাজি নয়।

এমন দ্বন্দ্বের মাঝেই সব পক্ষকে নিয়ে গত সপ্তাহে বিশেষ সভা ডেকেছিল আইসিসি। সেখানেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। অবশেষে ২৯ নভেম্বর চূড়ান্ত বৈঠকের দিন ঘোষণা করা হয়। এই বৈঠকে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে বলেই ধারণা করা হচ্ছে।

প্রথম প্রস্তাবনা থাকবে গত এশিয়া কাপের মতো হাইব্রিড টুর্নামেন্টের। পাকিস্তানের সাথে অন্য একটি আয়োজক দেশকে সাথে নিয়ে চলবে টুর্নামেন্ট। ভারত তাদের ম্যাচগুলো খেলবে অন্য দেশটিতে। আরব আমিরাত কিংবা শ্রীলংকা হতে পারে সহ-আয়োজক। তবে হাইব্রিড মডেল রাজি হবে না পাকিস্তান, এটা বরাবরই জানিয়ে এসেছে পিসিবি।

দ্বিতীয় প্রস্তাবনা থাকবে পুরো টুর্নামেন্টেই হবে পাকিস্তানের বাইরে। সেক্ষেত্রেও আরব আমিরাত কিংবা শ্রীলংকাতে হতে পারে টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজন সত্ত্ব অবশ্য পাকিস্তানেরই থাকবে।

তৃতীয় প্রস্তাবটি বেশ শক্ত। গুঞ্জন উঠেছে, ভারত যদি পাকিস্তানে খেলতে রাজি না হয়, তাহলে তাদের ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইসিসি! তবে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নেবে কিনা আইসিসি, সেটা বৈঠকের পরেই জানা যাবে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। তবে ভারতের আপত্তির কারণে এখনো নির্ধারণ করা যায়নি টুর্নামেন্টের সূচি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর