Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকুরার পেছনে নয়, সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে হবে শাহবাগ থানার নতুন ভবন

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ২১:৫৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২৩:২৭

শাহবাগ মোড়েরর বর্তমানের এই জায়গাটিতে না থাকলেও কাছাকাছিই নির্মাণ করা হবে শাহবাগ থানার নতুন ভবন। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার জন্য সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে নতুন একটি থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে সাকুরা বারের পেছনে ভবনটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আগের স্থানটি বদলের সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নাধীন ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজধানীর শাহবাগ থানা স্থানান্তর নিয়ে উপদেষ্টা পরিষদে নতুন সিদ্ধান্ত এসেছে। সাকুরা বারের পেছনে নয়, সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষেই নতুন করে নির্মাণ করা হবে শাহবাগ থানা ভবন।’

শেখ আব্দুর রশিদ বলেন, উত্তর দিকে মুখ করে যতটা কম জায়গা নিয়ে পারা যায়, উপযোগী জায়গায় শাহবাগ থানা ভবন নির্মাণ করা হবে। থানার অবস্থান কিছুটা সরবে, তবে মোটামুটি কাছাকাছি জায়গায় থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বারডেম ও ঢাকা ক্লাবের কাছাকাছি জায়গায় থানাটি নেওয়া হবে। উপদেষ্টারা জায়গা পরিদর্শন করে স্থান চূড়ান্ত করবেন।

আব্দুর রশীদ বলেন, এখন যে জায়গাটি থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে তা অস্বাস্থ্যকর। সেখানে বিকল গাড়ি ডাম্পিং করা হয়। ওগুলো সরিয়ে দেওয়া হবে। ওখানে ফুলের যে মার্কেটটি আছে, সেটিও পুনর্বিন্যাস করা হবে।

বিজ্ঞাপন

সাকুরার পাশের জায়গাটিকে শাহবাগ থানার জন্য খুব একটা উপযোগী মনে করছে না উপদেষ্টা পরিষদ। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেখানে আন্তর্জাতিক মানের বিখ্যাত হোটেলগুলোর একটি রয়েছে। যেখানে থানা স্থানান্তরের কথা বলা হচ্ছিল, ওই জায়গার মালিকও জায়গা দিতে চাচ্ছেন না।

এর আগে গত ৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কারণে শাহবাগ মোড়ে থাকা শাহবাগ থানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী, স্থানান্তর করে থানা ভবন হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সাকুরা রেস্তোরাঁর পেছনে নেওয়ার কথা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ওপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বাসস।

সারাবাংলা/টিআর

উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক শাহবাগ থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর