Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকান টর্নেডোতে তছনছ শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ১৮:১২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:১৫

মার্কো ইয়ানসেনের তোপে মাত্র ৪২ রানে অল আউট শ্রীলংকা

সাত ওভারের বিধ্বংসী এক স্পেলে বল হাতে যা চেয়েছেন, সবই করতে পেরেছেন আজ মার্কো ইয়ানসেন। ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সাত উইকেট নিয়ে শ্রীলংকাকে গুটিয়ে দিয়েছেন তাদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪২ রানে। 

নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসে শ্রীলংকা ব্যাট করতে পেরেছে মাত্র ১৩.৫ ওভার। ১১ লংকান ব্যাটার মিলে খেলেছেন ৮৩ বল। বলের হিসেব টেস্ট  ক্রিকেটের দ্বিতীয় সংক্ষিপ্ততম ইনিংস এটি। ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম ইনিংসের রেকর্ড দক্ষিণ আফ্রিকার দখলে। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টে মাত্র ৭৫ বল ছিল প্রোটিয়াদের ইনিংসের ব্যাপ্তি।  

বিজ্ঞাপন

আজ ১৯১ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়ে শ্রীলংকা। চেনা কন্ডিশন আর বাউন্সি উইকেটে বিধ্বংসী হয়ে আবির্ভূত হন কাগিসো রাবাদা-মার্কো ইয়ানসেনরা। করুনারত্নেকে ফিরিয়ে শুরুটা রাবাদা করলেও ধ্বংসলীলা চালিয়েছেন ইয়ানসেনই। মাঠ ছেড়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৭/১৩ নিয়ে। 

আউট সুইংগারে পাতুম নিসাংকাকে ফিরিয়ে শুরু। এক ওভার পর ফিরে দীনেশ চান্দিমালকে বোল্ড করেন ব্যাট-প্যাডের ফাঁক গলানো দুর্দান্ত এক ইনসুইং ডেলিভারিতে। নিজের চতুর্থ ওভারে তৃতীয় শিকার অ্যাঞ্জেলো ম্যাথুস। বাইরে যেতে থাকা বলে শেষ মুহূর্তে খোঁচা মেরে ক্যাচ দেন স্লিপে। 

পঞ্চম ওভারে উইকেটহীন কাটলেও নিজের ষষ্ঠ ওভারে এসে নেন জোড়া উইকেট। ফুল লেংথে পিচ করা বলে ইনসাইড এজে ইয়ানসেনের কাছে স্টাম্প খুইয়ে ফেরেন লংকান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তিন বল পর প্রবাথ জয়সূরিয়াকে ফিরিয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। ইনিংসের ১৪-তম ওভারে এসে দুই বলের আরো দুই উইকেট নেন ইয়ানসেন। ৬.৫ ওভারের টানা স্পেলে ইয়ানসেন উইকেট পাননি কেবল নিজের প্রথম ও পঞ্চম ওভারে। বাকি পাঁচ ওভারের প্রতিটিতেই নিয়েছেন উইকেট। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৯১ রানে অল আউট হয়ে দক্ষিণ আফ্রিকা। তবে ১৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা প্রোটিয়াদের সংগ্রহ ২৮/০,  এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

সারাবাংলা/জেটি