Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৬:৩১

গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত অরবোধ চলছিল। এর আগে সকাল ৯টার দিকে কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।

এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বিজ্ঞাপন

কারখানাটির শ্রমিকরা বলেন, ‘গত মাসের বকেয়া বেতন চলতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও তা এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। বকেয়া বেতনের জন্য বারবার আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন বলেন, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো