Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসকন নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৮:১৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৮:২৫

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘শহীদ শফিউর রহমান মিলনায়নে’ আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: চট্টগ্রামে সুপ্রিম কোর্টের আইনজীবী নিহতের ঘটনায় ইসকনকে (ISKCON- International Society for Krishna Consciousness) নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার)। পাশাপাশি চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘শহীদ শফিউর রহমান মিলনায়নে’ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। পাশাপাশি আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান (মিলন)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন কার্যকরী কমিটি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলা দ্বারা গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য (সদস্য নং-১৪৭৫৩)। কোন আইনজীবী অনাকাঙ্খিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এই ঘটনা সারা বাংলাদেশের আইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।’

মাহফুজুর রহমান (মিলন) আরও বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গত জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষদের ন্যায়বিচার নিশ্চিতকরণে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেই আইনজীবীরা আজ তার কর্মস্থলে নিরাপদ নন। আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তার পেশা পরিচালনা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি।’

এহেন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাই। একই সঙ্গে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাই।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

ইসকন নিষিদ্ধের দাবি মাহফুজুর রহমান মিলন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর